ইউএনওসহ চারটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য ॥ প্রশাসনিক কার্যক্রম ব্যহত

স্টাফ রিপোর্টার: দক্ষিণাঞ্চলের জনবহুল উপজেলা মঠবাড়িয়ার ইউএনও, প্রাণীসম্পদ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাকর্মকর্তার চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম দারুন ভাবে ব্যহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালীতে পদোন্নতিজনিত কারনে পদটি শূন্য হয়। কর্তৃপক্ষ গত ১৬ নভেম্বর’১৯ ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসকে। গত ৫ অক্টোবর’১৯ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: বাবুল হোসেন রংপুরের মিঠাপুকুরে বদলীজনিত কারনে পদটি শূন্য হয়। ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় ভেটেনারী সার্জন ডা. শ্যামল চন্দ্র দাসকে। এরপর গত ২৮ আগষ্ট’১৯ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান আলী শেখ ষ্ট্যান্ড রিলিজজনিত কারনে ওই কর্মকর্তার শূন্য পদে জেলা শিক্ষা কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। এছাড়াও গত ২৬ ডিসেম্বর’১৯ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ রংপুরের বীরগঞ্জে বদলীজনিত কারনে ওই পদটিও শূন্য হয়। ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ইউনুছ আলীকে। দীর্ঘদিন ধরে ইউএনওসহ চারটি গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ শূন্য থাকায় একটি পৌরশহর ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে। বিশেষ করে ইউএনওর সাবির্ক কার্যক্রমসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় উপজেলার ২শ ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাদ্রাসা, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি কলেজের কার্যক্রম দারুন ভাবে বিঘিœত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বলেন, মঠবাড়িয়া একটি বড় উপজেলা এখানে ভূমির কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তার ওপর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও বলেন, এখানে রাজনৈতিক বিভাজনের কারণেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
এ ব্যপারে বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে ইউএনওসহ সকল কর্মকর্তাদের পদ পূরণ করার চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





