ইঁদুর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শত্রু এদের নিধন করা সবার দায়িত্ব : সভায় বক্তারা
দিলীপ মজুমদার : ইদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ পালিত হয়েছে। স্থানীয় দপ্তরের কৃষক প্রশিক্ষণ সভা কক্ষে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এসএম আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান, প্রেসকাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র শীল, ইঁদুর নিধন-২০১৬ এ আঞ্চলিক পুরষ্কার প্রাপ্ত কৃষক রবিন চন্দ্র বালা প্রমুখ। বক্তারা বলেন-ইদুর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শত্রু। একে দমন করা সবার নৈতিক দায়িত্ব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বছরে প্রায় ১২/১২লাখ মেট্রিক টন খাদ্যশস্য ইঁদুর নষ্ট করে।
Comments
আরও পড়ুন





