আ.লীগ নেতা খলিলুর রহমানের বাড়ীতে ডাকাতি: কুখ্যাত ডাকাত দুলাল গ্রেফতার

স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও নুরজাহান খলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান খলিলুর রহমানের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুলাল নামের আরও এক ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ কচুবাড়িয়ার গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে দুলাল সরদারকে গ্রেফতার করে। দুলাল সরদার ওই গ্রামের মকবুল সরদারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে : গত ২১ফেব্রুয়ারী রাতে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আ: সালাম হাওলাদারের পুত্র খলিলুর রহমানের ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় গৃহকর্তার ছোটভাই এমাদুল হক ২২ফেব্রুয়ারী অজ্ঞাত আসামী দিয়ে মঠবাড়িয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ওই মামলায় থানা পুলিশ বিভিন্ন সময় ৫জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল ও মনির নামের দুই ডাকাত আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিলে পুলিশ দুলালকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত দুলালকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





