আ.লীগ ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকে…. মহিউদ্দিন মহারাজ

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকে। তারা নির্বিঘেœ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষেই সংখ্যালঘুদের কাজ করার আহ্বান জানান। যাতে একটি চিহ্নিত গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের এ সর্ববৃহৎ অনুষ্ঠান বানচাল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। মহিউদ্দিন মহারাজ রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বাবু সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহরুল আমীন, জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ আজিম-উল-হক, প্রবীণ শিক্ষক অমল চন্দ্র হালদার, পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু পরিতোষ বেপারী, ছাত্রলীগ নেতা মিজান ফরাজী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৮৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেন।
Comments
আরও পড়ুন





