আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আইন শৃংখলা সভা শনিবার (১০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গনের এ সভায় প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আ.জ.মাসুদ্দুজ্জামান মিলু।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, হারুন অর রশিদ, পুলিশ উপ-পরিদর্শক জাহিদ হোসেন, মঠবাড়িয়া পূজা উদজাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল প্রমূখ।
সভায় দুর্গাপূজার নানা বিষয়ে এবং কোভিট-১৯ (করোনা) এর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া ও আলোচনা হয়। উল্লেখ্য, এ বছর উপজেলার ৮৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উনুষ্ঠিত হবে।
Comments
আরও পড়ুন





