আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

  • বাংলা English
সদ্য :

☉ মঠবাড়িয়ার সাবেক ওসির বিরুদ্ধে আইনি সাহায্য প্রার্থী কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব ও মিথ্যা ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন☉ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের ওপর ছোট ভাই পুলিশ কর্মকর্তার হামলা!☉ মারধর করায় ছেলের ওপর অভিমান করে মায়ের আত্মহত্যা☉ গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ ঘটনার ৫দিন পর স্বামী শাশুরীসহ ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ☉ খড়ের গাধায় দুবৃর্ত্তের আগুন ॥ হতদরিদ্র কৃষকের সর্বনাশ☉ ডিবি পুলিশের ওপর হামলা মামলা ॥ ৫ আসামী সিলেট থেকে গ্রেপ্তার☉ অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান☉ ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন☉ সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন☉ প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী

আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী

স্টাফ রিপোর্টার: উপক‚লীয় মঠবাড়িয়ার বলেশ^র নদী তীরবর্তী মুজিব শতবর্ষে আশ্রয়ন প্রকল্পের  গৃহ পাওয়া ১শ’ ভ‚মিহীন পরিবারের শিক্ষা বঞ্চিত কোমরমতি শিশুদের পড়াশুনায় উদ্বোধন করা হয়েছে বড়মাছুয়া মুজিববর্ষ পল্লী প্রাথমিক বিদ্যালয়।শুধু স্কুল নয় ক্ষুদে শিক্ষার্থীরা লাল সবুজের ইউনিফরম,নতুন বই পেয়ে ও ফুল পেয়ে উচ্ছাসিত দিন কাটায়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ববড়মাছুয় আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশুদের জন্য এ আনন্দ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ  জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ স্কুলের আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় অর্ধ শত শিশুদের ফুল,দৃষ্টি নন্দন লাল সবুজের ইউনিফরম,বিনা মূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ, বিতরণ করে প্রশাসন। এছাড়াও মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের ঘর প্রকল্পে সমাজ ভিত্তিক একশত পরিবারের জন্য বিভিন্ন আবাসন প্রকল্পও উদ্বোধনকরা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক এর সভাপতিত্বে এক সূধী সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়্রাম্যান মো. রিয়াজউদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ,থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার,  বড়মাছুয় াইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু ও ইউপি সদস্য কাইউম প্রমূখ।
জানাগেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদী তীরের বড়মাছুয়া ইউনিয়নের পূর্ব বড়মাছুয়া গ্রামের সরকারি  সাড়ে চার একর খাস জমিতে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯৮টি ভূমিহীন পরিবার মিলে সমাজ ভিত্তিক আশ্রয়ণ গড়ে তোলা হয়েছে। গৃহহীন এ পরিবারগুলো বিপন্ন জীবনে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এখানে আশ্রিত পরিবার গুলোর সকলেই ভূমিহীন দিনমজুর।বিস্তীর্ণ খোলা জমি জুড়ে পরিকল্পিত ভাবে পরিবেশ সম্মত এ আশ্রয়ণে প্রায় ১শ’’ পরিবারের ৪০জন শিশু আড়াই কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় না থাকায় গত এক বছর ধরে তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছিল। ফলে প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের নিকটবর্তী একটি পরিত্যাক্তা ভবন সংস্কার করে প্রাক-প্রাথমিকে ২২জন প্রথম শ্রেণীতে ৮ জন ও দ্বিতীয় শ্রেনেিত ৮জন মোট ৩৮জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। শিক্ষা কার্যক্রম চালানোর জন্য কর্তৃপক্ষ দু’জন সহকারী শিক্ষকও ডেপুটেশনে দেয়া হয়েছে। বিদ্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব। খুদে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে দিনভর ছিল আনন্দের বন্যা। পাশাপাশি রাস্তা প্রশস্তকরণ, সারি করে রঙিণ ঘর বসতি বেশ দৃষ্টিনন্দন স্থাপনা মানুষের নজড় কাড়ে। সেই সাথে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, সুপেয় পানির জন্য নলকূপ, রেইনওয়াটার হার্ভেস্টিং স্থাপন ও পুকুর খনন কর্মসূচীও ছিল সবার নজরে। শিশুদের খেলাধূলার জন্য রয়েছে মাঠ। শিক্ষার্থীর অভিভাবক ভ্যান চালক শাহাদাৎ হোসেন জানান, পৈত্রিক জমি না থাকায় এতদিন খেজুরবাড়ীয়া বেড়িবাধে প্রাকৃতিক দূযোগের সাথে লড়াই করে ঝ‚পড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে বাস করেছি। বলেশ্বর নদী ভাঙনে ঘরবসতি হারাইছি। নিজের ঘর হবে, শিশুদের স্কুল হবে কোনোদিন স্বপ্নেও দেহিনাই। প্রধানমন্ত্রীর দয়ায় পাকা ঘরে বাস করছি। পাকা ঘর ও সন্তানের স্কুল পেয়ে আমি বেজায় খুশি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষে মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে গৃহহীন, ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মান শেষ করে ৬৭৬ গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, যেসব পরিবারে বসতির জমি আছে তাদের পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যারা সম্পূর্ণ ভূমিহীন তাদের ২ শতাংশ জমি দিয়ে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। শিশুদের স্কুল, খেলার মাঠ, হাট স্থাপন, বিদ্যুত বিতরণ ব্যবস্থা ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে প্রকল্প এলাকার সড়ক পাকা করণসহ পরিবেশের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সমাজ ভিত্তিক এ আশ্রয়ণে শিশুদের জন্য স্কুল চালু হওয়ায় বঞ্চিত শিশুরা শিক্ষার আলো পাবে।

Comments

comments

আরও পড়ুন

মঠবাড়িয়ার সাবেক ওসির বিরুদ্ধে আইনি সাহায্য প্রার্থী কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব ও মিথ্যা ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
মঠবাড়িয়ার সাবেক ওসির বিরুদ্ধে আইনি সাহায্য প্রার্থী কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব ও মিথ্যা ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
মঠবাড়িয়ার সাবেক ওসির বিরুদ্ধে আইনি সাহায্য প্রার্থী কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব ও মিথ্যা ভিডিও ছড়িয়ে দেয়ার…
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের ওপর ছোট ভাই পুলিশ কর্মকর্তার হামলা!
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের ওপর ছোট ভাই পুলিশ কর্মকর্তার হামলা!
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের ওপর ছোট ভাই পুলিশ কর্মকর্তার হামলা!
মারধর করায় ছেলের ওপর অভিমান করে মায়ের আত্মহত্যা
মারধর করায় ছেলের ওপর অভিমান করে মায়ের আত্মহত্যা
মারধর করায় ছেলের ওপর অভিমান করে মায়ের আত্মহত্যা
গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ ঘটনার ৫দিন পর স্বামী শাশুরীসহ ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ ঘটনার ৫দিন পর স্বামী শাশুরীসহ ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ ঘটনার ৫দিন পর স্বামী শাশুরীসহ ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
খড়ের গাধায় দুবৃর্ত্তের আগুন ॥ হতদরিদ্র কৃষকের সর্বনাশ
খড়ের গাধায় দুবৃর্ত্তের আগুন ॥ হতদরিদ্র কৃষকের সর্বনাশ
খড়ের গাধায় দুবৃর্ত্তের আগুন ॥ হতদরিদ্র কৃষকের সর্বনাশ
ডিবি পুলিশের ওপর হামলা মামলা ॥ ৫ আসামী সিলেট থেকে গ্রেপ্তার
ডিবি পুলিশের ওপর হামলা মামলা ॥ ৫ আসামী সিলেট থেকে গ্রেপ্তার
ডিবি পুলিশের ওপর হামলা মামলা ॥ ৫ আসামী সিলেট থেকে গ্রেপ্তার