আ’লীগ নেতার গাড়ী ভাংচুর ॥ কর্মচারীকে মারধর

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ঐশী কনষ্ট্রাকশনের ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর ও তার কর্মচারী হাসিব (২৩) কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল উপজেলা পরিষদ সংলগ্ন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের গোডাউনে রক্ষিত মটর সাইকেল (খুলনা মেট্রো-ল ১১৩৫২৩) গাড়িটি লোহার রড দিয়ে পিটিয়ে ভাংচুর করে। এসময় পাশে দাড়ানো থাকা প্রতিষ্ঠানের কর্মচারী হাসিব কেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার পেয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ ও ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ সৈদয় আবদুল্লাহ বলেন, বিশৃখংলা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েক করা হয়েছে। গাড়ী ভাংচুর ও মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





