আমড়াগাছিয়ায় অগ্নিকান্ডে ১০ লাখ টাকার মালামাল ভষ্মীভূত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া বাজারে মঙ্গলবার (২৩ মার্চ) ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের প্রায় ১০লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। আগুনে তিন ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় দমকল বাহিনী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়- ভোররাত সোয়া ৫টার দিকে বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে পাশাপাশি তিনটি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মাছুম বিল্লাহ, শাহাদাৎ হোসেন ও আল আমিনের দোকানের গ্যাস সিলিন্ডার, চুলা, ইলেকট্রনিক্স ও মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া দমকল বাহিনী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
Comments
আরও পড়ুন





