আমি মনোনয়ন না পেলেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব- মহিউদ্দিন মহারাজ

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন চাইব। মনোনয়ন পেলে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আমি নির্বাচিত হতে পারব বলে আশাবাদী। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন নাও দেন তাহলে তাঁর মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে কাজ করব। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তাই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মহিউদ্দিন মহারাজ সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সপ্তাহব্যাপী গণসংযোগের ১ম দিনের মতবিনিময় সভায় এ কথা বলেন।
ওই এলাকার কৃতি সন্তান জেলা পরিষদ সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, পৌর আ’লীগ সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবির, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. লতীফ মাষ্টার, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদার প্রমুখ। পরে তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
Comments
আরও পড়ুন





