আবু জাফর ইউনুচ আবারও বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার : উপজেলার ২নং উত্তর বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) ২য় বারের মত সভাপতি নির্বাচিত হলেন মো. আবু জাফর (ইউনুচ)।
গতকাল বুধবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ভোটে ভোটাররা তাকে পুনরায় সভাপতি নির্বাচন করলেন। নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরন চন্দ্র রায় জানান, এসএমসির ১১ জন সদস্যের মধ্যে সবাই গোপন ভোটের মাধ্যমে জমিদাতা আবু জাফর ইউনুচ ভোট পেয়েছেন ৬টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দী অভিভাবক সদস্য জুলফিকার আলী পেয়েছেন ৫টি ভোট। তিনি আরও জানান, ২য় বারের মত ইউনুচ সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য আবু জাফর ইউনুচ ওই বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও মঠবাড়িয়া পৌর আ.লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল এর জামাতা।
Comments
আরও পড়ুন





