আপন ভাইজিকে ধর্ষণ শেষে হত্যার দায়ে চাচার মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় আপন ভাইয়ের স্কুল পড়–য়া কিশোরী মেয়েকে ধর্ষণ করে হত্যার দায়ে আদালত আপন চাচা নুর মোহাম্মদ (৬০) কে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১ আগষ্ট) পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছেন উপজেলার নলী তুলাতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ।
আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১০ সালের ২১ মার্চ আসামী তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী আমেনা (১৪) কে ধর্ষণ করে। এসময় ওই ভাতিজী ঘটনাটি ফাঁস করে দেয়ার কথা বললে ধারালো কুঠার দিয়ে চাচা হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর থানায় মামলা দায়ের করে। পুলিশ এ ধর্ষণ শেষে হত্যার মামলার আসামী নুর মোহাম্মদকে গ্রেফতার করলে সে আদালতে দন্ডবিধির ১৬৪ ধারায় হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর দীর্ঘ স্বাক্ষ্য ও জেরার ভিত্তিতে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমানিত হলে বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামী পক্ষে এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস মামলা পরিচালনা করেন।
Comments
আরও পড়ুন





