আন্ধারমানিক গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত ॥ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (৪ জুন) দিবাগত রাতে আন্ধারমানিক গ্রামে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মাওঃ আলী আকবরের বাড়িতে শুক্রবার গভীর রাতে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সুকৌশলে বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মাওঃ আলী আকবর ও তার পুত্র ঔষধ ব্যবসায়ী আলী আহসান জাকির হোসেনকে আকস্মিক লোহার রড দিয়ে এলোপাতারি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারিতে সংরক্ষিত নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণের হাতের রুলি, গলার চেইন, কানের দুল, হাতের আংটিসহ আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
গৃহকর্তা মাওঃ আলী আকবর জানান, আমাকে ও আমার পুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০/২৫ জনের মুখোশপরা ডাকাত দল রাত দু’টার দিকে কেচি গেইটের তালা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এক পর্যায়ে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসির উপস্থিতি টের পেয়ে জনমনে আতংক সৃষ্টি করার উদ্দেশ্যে একটি হাত বোমা ফুটিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে। টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, ডাকাতির খবর শুনে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে ওই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





