আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: “দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন নিশ্চিত টেক সই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলানায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এ দিবস পালিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, সমাজ সেবা কর্মকর্তা এমাদুল হক, উপজেলা ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, ফায়ারম্যান হাফিজুর রহমান, সাংবাদিক মজিবর রহমান ও হারুন আর রশিদ প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ উপকুলকে দুর্যোগমুক্ত রাখতে হলে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। পরিবেশ রক্ষায় বেশী বেশী করে গাছ লাগান ও নিষিদ্ধ পলিথিন বর্জণের ওপর গুরুত্ব আরোপ করেন। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
Comments
আরও পড়ুন





