আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

স্টাফ রিপোর্টার: “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালীতে অংশ নেয়, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, ইউপি চেয়ারম্যন নাছির উদ্দিন হাওলাদার, ডা: মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





