আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মজনু গাজী অবশেষে প্রেপ্তার!

স্টাফ রিপোর্ট: থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও এ অঞ্চলের একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী মজনু গাজী (৫০) কে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। দুর্ধর্ষ ডাকাত মজনু গাজী ওই এলাকার খায়ের ঘটিচোরা গ্রামের আঃ কাদের গাজীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য মজনুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদ্দুজ্জামান মিলু জানান, দুর্ধর্ষ ডাকাত মজনু গাজীর বিরুদ্ধে পাশর্^বর্তী ঝালকাঠী সদর থানা, কাঠালিয়া, বামনা, রাজাপুর ও মঠবাড়িয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন পালিয়ে ছিলো। তিনি আরও বলেন, দুর্ধর্ষ ডাকাত মজনু গাজী ডাকাতি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত। তার সহযোগিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





