আধা কেজি গাজাঁসহ মাদক সম্রাট গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ সোমবার (১ মার্চ) সকালে উপজেলার ঝাউতলা বাজার থেকে আধা কেজি গাজাঁসহ মাদক সম্রাট শাহাদাত হোসেন (২২) কে গ্রেপ্তার করে। শাহাদাত উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলী হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝাউতলা বাজারে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ি পালিয়ে গেলেও আধা কেজি গাজাঁসহ মাদক সম্রাট শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেপ্তারকৃত শাহাদাতের বিরুদ্ধে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, শাহাদাত দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
Comments
আরও পড়ুন





