আদালতে মামলা দায়ের করায় ইউপি সদস্যকে হুমকি ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় আদালতে চাঁদাবাজী মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা উপজেলার মিরুখালী ইউপি সদস্য এম এ লতিফ খান (৭৩) কে হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (১১ আগষ্ট) মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
ওই ইউপি সদস্য জানায়, প্রতিবেশী ও একই গোষ্ঠীর নাসুর উল্লা ও তার লোকজন সম্প্রতি তার কাছে ১ লাখ টাকা চাঁদা চায়। ওই চাঁদা না দেয়ায় গত ৪ আগষ্ট’১৮ তারিখ মুসুল্লীবাড়ী হয়ে ভগিরথপুর যাওয়ার পথে প্রতিপক্ষ ও তার দলবল তার ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় ওই ইউপি সদস্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ আগষ্ট’১৮ তারিখ একটি এমপি কেস দায়ের করেন। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত মঠবাড়িয়া থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তিনি আরও জানান, এই মামলা দায়েরের পর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাবাজী ও মারধরের অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করে। পাল্টা মামলা দিয়ে প্রতিপক্ষরা ক্ষান্ত না হয়ে গত ১০ আগষ্ট রাত সাড়ে ৮টার সময় ওই ইউপি সদস্যের বাড়ীর সন্নিকটে দাখিল মাদ্রাসার সামনে প্রতিপক্ষ বড়শৌলা গ্রামের মোশারেফ খানের পুত্র নাসুর উল্লা ও তার দলবল মিলে গালিগালাজসহ মারপিট ও খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর মো: মাজহারুল আমীন বিপিএম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষ নাসুর উল্লা আরিফ হত্যা মামলার সন্দেহজনক আসামী। ইউপি সদস্যকে হুমকির বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





