আঞ্চলিক সড়কে বিদ্যুতের খুঁটি মাঝে রেখেই নির্মাণ কাজ ॥ চলাচলে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক মহা সড়কের মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা থেকে থানাপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের মাঝে ১০টি বিদ্যুতের খুঁটি রাস্তার মাঝ খানে রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। দূর্ঘটনা এড়াতে ও যাতায়তের সুবিধার্থে স্থানীয়দের বার বার বলা সত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁটিগুলো অপসারণ না করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঠবাড়িয়া পৌর শহরের মধ্য দিয়ে এ ব্যস্ততম সড়ক ঢাকা, বরিশাল, খুলনাসহ ১২ টি রুটে প্রতিদিন যাত্রীবাহী বাসে কয়েক হাজার যাত্রী চলাচল করে। আঞ্চলিক এ মহাসড়কটির মাঝে বৈদ্যুতিক খুটি অপসারণ না করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় দূর্ঘটণার আশংঙ্কা করছেন বিজ্ঞ মহল।
জানাগেছে, ব্যস্ততম সড়কের পৌর শহরের বহেরাতলা থেকে থানাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১৬৬০ মিটার ড্রেনসহ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে সড়ক ও জনপথ বিভাগ ১৬ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেয়। এতে ওয়েষ্টার কনস্ট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিঃ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি ড্রেনসহ ৩ ইঞ্চি সিসি ও ৯ ইঞ্চি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেন। চলমান এই সড়কটির বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এনিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে সড়কটি কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়কটির মধ্যে খুঁটি রেখে সড়ক নির্মাণ করা হয়েছে। যাতে স্থানীয় ও চলাচলকারীদের যাতায়তে প্রতিদিন ভোগান্তি পোহাবে ও দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তিনি অনতিবিলম্বে এই খুঁটিগুলো স্থানান্তর করার দাবি জানান।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুবুর রহমান জানান, বিদ্যুৎ বিভাগকে খুঁটি সরানোর জন্য লিখিত ভাবে জানানো হয়েছে। তারপরেও তারা কোন খুঁটি অপসারণ করছে না। খুঁটি না সরানোর কারণে খুঁটি রেখেই নির্মাণ কাজ সম্পন্ন করতে হচ্ছে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব জাহিদ উদ্দিন পলাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খুঁটি অপসারণের দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হলেও সড়ক ও জনপথ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের টনক নড়ছে না।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর বলেন, কাজ শুরুর আগে থেকেই বিদ্যুত বিভাগকে সড়কের খুঁটি অপসারণের চিঠি দেই। কিন্তু বিদ্যুত বিভাগ সড়কের খুঁটি অপসারণের কোন ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু জানান, সড়ক ও জনপথ বিভাগ জায়গা করে দিলে আমরা খুঁটি স্থানান্তর করে দেব।
Comments
আরও পড়ুন





