আগামীকাল উপজেলা আ’লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার: বহু প্রতিক্ষার পর দ্বিধা বিভক্ত উপজেলা আ’লীগের বর্ধিতসভা আগামীকাল সোমবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বর্ধিত সভাকে কেন্দ্র করে নিস্কৃয় আ’লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বর্ধিত সভার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে উপজেলা কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্তসহ দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভা। তিনি আরও বলেন, শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে সকাল ১০ টায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ হাকিম ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। ইতিমধ্যে সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমাদুল হক খান বলেন, আসন্ন উপজেলা সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ’লীগের সাংগঠনিক গতিবৃদ্ধির লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, কেন্দ্র এবং জেলা আ’লীগের নির্দেশে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আ’লীগের সদস্য সংগ্রহ অভিযান, ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন এবং উপজেলা সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
Comments
আরও পড়ুন





