অাখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মঠবাড়িয়ায় চরমোনাইর মাহফিল

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: বিশেষ বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ পিরোজপুরের মঠবাড়িয়ায় চরমোনাইয়ের দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল। গত ১নভেম্বর বুধবার মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি মঠবাড়িয়া উপজেলা শাখা এ মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান ও মোনাজাত করেন পীরে কামেল চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
প্রথম দিন বুধবার প্রধান অতিথি ছিলেন ফরিদপুরি নারানদিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফরিদ, বিশেষ অতিথি মঠবাড়িয়ার মুফাচ্ছেরে কুরঅান আলহাজ্ব হযরত মাওলানা জিয়াউল হক ফারুকী।
অাজ শেষের দিন বৃহস্পতিবার বিশেষ অতিথি মঠবাড়িড়য়া মুজাহিত কমিটির নেতা আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আব্দুল খালেক।
সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ শফী মাহমুদ খোকন তালুকদার।
Comments
আরও পড়ুন





