অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈশ্মিক মহামারী করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে ঘরে থাকা কর্মহীন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় শনিবার (২ মে) দুপুরে উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ে দুস্থ ৩শ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
Comments
আরও পড়ুন





