অস্ত্র মামলায় পালাতক আসামি স্বপন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পালাতক আসামি স্বপন হোসেন (২৮) কে সোমবার (২৫ জানুয়ারী) গভীর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। স্বপন উপজেলার দাউদখালী ইউনিয়নের দেলোয়ার হোসেন কারিকরের ছেলে।
থানা সূত্রে জানাযায়, ২০১৭ সালে পার্শ্ববর্তী ঝালকাঠী সদর থানায় পুলিশের দায়ের করা (জি আর ৮৫/১৭) অস্ত্র মামলায় স্বপন দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেপ্তারকৃত অস্ত্র মামলার পালাতক আসামি স্বপনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





