অবৈধ বাঁধ রক্ষায় শিক্ষার্থীদের রোদে দাড় করিয়ে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা-কাঠালিয়ার আমুয়া সংযোগ বাদুরা খালে অবৈধ বাঁধ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের রোদে দাড় করিয়ে মানববন্ধন করেছে বেগম শেখ ফজিলাতুন্নেচ্ছা কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। রোববার (৭ আগষ্ট) সকাল দশটায় ওই সিনিয়র মাদ্রাসার তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীদেরকে কড়া রোদের মাঝে দাড় করিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করতে বাধ্য করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, মাদ্রাসার সামনের বাঁধ রাখার জন্য কর্তৃপক্ষ আমাদের ক্লাশ বন্ধ রেখে রোদের মধ্যে মানববন্ধন করিয়েছে। আমাদের ইচ্ছে না থাকা সত্বেও মানবন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছি। স্থানীয় বাসিন্দা বাদল শরীফ (৪৮) বলেন- শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ক্লাশ থেকে বের করে মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করে বলেন এটি বেআইনি। যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশাবাদি।
মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিংবডির সভাপতি আবুল কালাম শরীফ বলেন, একটি মহল মাদ্রাসার যাতায়াতের জন্য ব্যবহৃত বাঁধ কেঁটে ফেলার পায়তারা করলে বাঁধ রক্ষার্থে শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে মানববন্ধন করি বলে স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক বলেন, ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনের খবর পেয়েই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম শরীফকে মুঠোফোনে শির্ক্ষীদের ক্লাশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেই।
উল্লেখ্য, উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে ‘দোগনা’ ও ‘ভূতার’ খালে প্রভাবশালীরা বেশ কয়েকটি স্থানে অবৈধ বাঁধ দেয়ায় প্রবাহমান স্রোত বন্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় পাঁচটি গ্রামের সহস্রাধিক একর আমন জমি অনাবাদি হয়ে পড়ে এবং প্রতি বর্ষা মৌসুমে প্রায় অর্ধলক্ষ মানুষ অতিরিক্ত পানিতে দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহায়। বাঁধ অপসারণের দাবিতে ‘ক্ষতিগ্রস্ত এলাকাবাসি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেও কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায়নি। গতকাল শনিবার ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা শৌলা গাজী বাজার বেড়ী বাধে বাঁধ কাটার দাবিতে মানববন্ধন করলে মাদ্রাসা কর্তৃপক্ষ অবৈধ বাঁধ রক্ষায় শিক্ষাথীদের ক্লাশ বন্ধ রেখে রোদে দাড় করিয়ে পাল্টা মানববন্ধন করেন। চলাচলের জন্য একটি পাকা ব্রীজ থাকা সত্বেও বাঁধ দিয়ে ওই অবৈধ বাঁধ রক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করে।
Comments
আরও পড়ুন





