অপরাধ প্রবনতা দমনের লক্ষ্যে মঠবাড়িয়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দিলীপ মজুমদার : পুলিশ-ই জনতা, জনতা-ই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ থেকে অপরাধ প্রবনতা দমনের লক্ষ্যে মঠবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে থানা পুলিশের উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মঠবাড়িয়া থানার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্য গোলাম মোস্তফা, অধ্য আজীম-উল-হক, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন, প্রভাষক মোহেসেনুল মান্না, তপন কুমার হালদার, জুলহাস শাহীন, সুজিত বড়াল, কলেজ ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মোর্তুজা প্রমুখ।
শেষে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধকল্পে মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর পৃথক দুইটি কমিটি গঠন করা হয়।
Comments
আরও পড়ুন





