অধিক মুনাফার আশ্বাস দিয়ে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের আত্মসাতের টাকা ফেরত পাওয়ার দাবীতে গ্রাহকদের মানববন্ধন
দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান স্থানীয় কয়েক হাজার সাধারণ গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাশে অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী প্রতারিত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার তিন সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শেষে ওই সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি মো. আরিফ-উল-হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও অধ্য আজীম-উল-হক, মঠবাড়িয়া প্রেস কাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, এনজিও কর্মকর্তা ইসরাত জাহান মমতাজ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, পৌর ছাত্রলীগের সভাপতি শরীফুল রাজু, তুষার আহমেদ মিলন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা মাইক্রোক্রেডিট এর লাইসেন্স নিয়ে ক্ষুদ্র ঋণ, ডিপিএস এর সঞ্চয়ের নামে গত ২০০০ সাল থেকে মঠবাড়িয়ায় ৭টি শাখার মাধ্যমে শত শত সমিতি গঠন করে। পরে ওই এনজিও মোটা অংকের মুনাফার নাম করে সাত হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করে। এনজিওটি গ্রাহকদের মুনাফা দেয়া তো দুরের কথা জমাকৃত সমুদয় অর্থই ফেরত না দিয়ে সংস্থার কার্যক্রম মঠবাড়িয়া হতে গুটিয়ে নেয়। সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে গ্রাহকের টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ নিয়ে আদালতে মামলা হলে সংস্থার প্রধানসহ কতিপয় কর্মকর্তারা গা ডাকা দেয়। এতে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে ওই সংস্থার চেয়ারম্যান শামসুদ্দিন আজাদ এর সাথে যোগাযোগ করা হলে কতিপয় শাখা ব্যাবস্থাপকদের অনিয়ম ও নীতিমালা না মানায় সমস্যার সৃষ্টি হয়েছে। তার পরেও সংস্থার নিজস্ব সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে বলে জানান।
যদিও একাধিক শাখা ব্যবস্থাপকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাহকদের সমুদয় টাকাই এনজিও এর প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে দাবী করেন।
Comments
আরও পড়ুন





