স্বামীর অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা! মৃত্যুর সাথে লড়ছেন গৃহবধূ
স্টাফ রিপোর্টার: স্বামীর অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আগুনে ওই গৃহবধূর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়ে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। আহত ওই গৃহবধুকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত গৃহবধূ উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মো. ইমাম হোসেন এর স্ত্রী। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, স্বামীর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে ওই গৃহবধূ রাত আটটার দিকে ক্ষোভে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা টের পেযে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতেই তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. রাজু চন্দ্র সরকার নিশ্চিত করে জানান, আগুনে গৃহবধূর শরীরের মূখমন্ডলসহ সামনে ও পিছনের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এ বিষয়ে শুক্রবার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





