আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:৩১

  • বাংলা English
সদ্য :

☉ নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা☉ প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার☉ মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত☉ অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে

প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিারোধের জের ধরে দুবাই প্রবাসী মো. আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতদের পুনরায় পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসি। রোববার (১২ মার্চ) সকালে উপজেলার ১৫২ নং পশ্চিম চালিতাবুনিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী-পুরুষ সহ সহ¯্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও শোকার্ত পরিবারের সদস্যরা অংশ নেন। এসময় গ্রামবাসি কালোব্যাজ ধারণ করে ফাসির দাবী সম্বলিত ফেস্টুন গলায় ঝুলিয়ে প্রতিবাদে অংশ নেন।
শেষে আ’লীগ নেতা মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, দাউদখালী ইউপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মো. গোলাম কবির, মিরুখালী ইউপির সদস্য মাহবুব কবির মনির, শিক্ষক মো. মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল্লা বিন জাকারিয়া, নিহতের ভাই ও হত্যা মামলার বাদী মো. নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহত প্রবাসীর স্ত্রী সীমা আক্তার, পুত্র পঞ্চম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানিয়ে বলেন, প্রবাসী আমিরুল এলাকার চাঁদাবাজী, মাদক ব্যবসা, ইভটিজিংয়ে বাধা দেয়ায় তার প্রতিবেশী প্রতিপক্ষ ঢাকার আমিন জুয়েলার্স এর স্বর্ণ ডাকাতি, হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী অলিউর রহমান অলি ও তার ভাই হাফিজুর রহমান হায়দার তাদের ৮/১০ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে গত ২১ ফেব্রুয়ারী দিনগত গভীর রাতে মাহফিল থেকে বাড়ী ফেরার পথে প্রবাসি আমিরুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। পরেরদিন মামলা দায়েরের পর এ ঘটনায় পুলিশ ৩জন ও পরে ২জনসহ মোট ৫জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হাফিজুর রহমান হায়দার, তাহসিন আরবি ও হোসাইন হাওলাদার কে ২দিনের রিমান্ডে আনে। তাদের দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করলেও আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি মূলক কোন জবানবন্ধী দেয়নি। বক্তারা আসামীদের পুনরায় রিমান্ড দাবী করে হত্যার রহস্য উদঘাটন সহ গ্রেপ্তারকৃতদের ফাসির দাবী করেন।

উল্লেখ্য, প্রবাসি আমিরুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে চালিতাবুনিয়া হাফিজিয়া দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব বিরোধের জের ধরে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পাচঁ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় হত্যাকা-ে জড়িত গ্রেপ্তারকৃত স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন এর পুত্র হাফিজুর রহমান হায়দার (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮) ও এই গ্রামের ইউনুসের ছেলে মো. হোসাইন হাওলাদার (১৮) কে দুই দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এ মামলায় এজাহারভূক্ত অপর আসামী আলিউর রহমান অলি (৪৫) কে ঢাকা থেকে ও নিয়াজ মাহমুদ (১৭) একে এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ নিয়ে ঐ হত্যাকা-ে জড়িত এজাহারভূক্ত পাঁচ আসামী জেল হাজতে রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, অলির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে। অলি ও তার ভাইপো আরবি কে পুনরায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।

Comments

comments

আরও পড়ুন

নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ