আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ২:২৯

  • বাংলা English
সদ্য :

☉ নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা☉ প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার☉ মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত☉ অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে

অসহায় প্রবীণদের নিয়ে যাদের ভাবনা

অসহায় প্রবীণদের নিয়ে যাদের ভাবনা

বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন আনাচে-কানাচের অসহায় প্রবীণদের খুঁজে বেড়ায় প্যারেন্টস এজিং ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটির কার্যক্রম চলে জাতীয় পর্যায় থেকে। এরা সকলেই স্বেচ্ছায় অসহায় প্রবীণদের পাশে দাঁড়ায়। তবে এ সংগঠনটির ঢাকা ডিভিশনের সভাপতি মো: রুবেল মিয়ার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। সে মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সিদ্দিকুর রহমান মিয়ার পুত্র। রুবেল মিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ২০১৬ সালের ২৫ জুন নিজেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজে লেগে পড়েন। মোঃ রুবেল মিয়া জানান, ২৪ জুন (২০১৬) বিকেলে প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম আদল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের আশির সহ আরো কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ৬৫ বছরের এক প্রবীণ ব্যক্তি তাদের কাছে এসে ভিক্ষার জন্য হাত পাতেন এবং বিভিন্ন দু:খ ও অসহায়ত্বের কথা বলেন। ওই প্রবীণের কথা শুনে তারা প্রবীণদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন। এরপর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করলেন ও পর্যায়ক্রমে ব্যাপক সাড়া পেলেন। ২০১৮ তে তাদের সদস্য সংখ্যা দাঁড়ায় ৩’শ তে। গত ফেব্রুয়ারিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে, কিশোরগঞ্জের আব্দুল কাদের মিয়াকে ঢাকার তেজগাঁওয়ের বলাকা এলাকায় একটি ভ্রাম্যমান দোকান, জামালপুরের সোনাটিয়া বাজার এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন (৭০) কে ঢাকার তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় একটি চায়ের দোকান দিয়ে দেয়। পত্রিকার সংবাদ দেখে পিরোজপুরের ভান্ডারিয়ার দীপালি রানীকে একটি বিদ্যালয়ের সামনে দোকানের ব্যবস্থা করে দিয়েছেন। তাদের প্রত্যেকের ৩/৪ বা অধিক সন্তান থাকলেও কোনো খোঁজ খবর রাখছিলো না পিতা-মাতার। বর্তমানে প্রবীণরা ব্যবসা করে বেশ ভালোই আছেন বলে জানিয়েছেন রুবেল মিয়া।
তিনি আরো জানান, সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসে একটি করে বৃদ্ধাশ্রম পরিদর্শন করা হয়। সেখানে প্রতি জনে-জনে সাক্ষাৎ করা হয়। যারা বাড়ি ফিরে যেতে চায় তাদের স্বজনদের সাথে আলাপ-চারিতার মাধ্যমে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। যারা অসুস্থ তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্বেচ্ছাসেবীরা পথ হারিয়ে যাওয়া প্রবীণদের স্বজনদের কাছে পৌঁছে দেয়ার কাজ করছে। বিশ্ব প্রবীণ দিবস উৎযাপন, শীতকালে শীত বস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অসহায় প্রবীণদের নতুন পোশাক বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, অসহায় ও প্রবীণদের মাঝে ইফতার বিতরণ, অসহায় প্রবীণদের আত্মকর্মসংস্থান তৈরি করে দেওয়া। এসব কার্যক্রম সম্পূর্ণই সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশ সরকারের নেয়া প্রবীণ নীতিমালা-২০১৩ বাস্তবায়ন করে তরুণ-প্রবীণদের যোগাযোগ দূরত্ব কমিয়ে অভিজ্ঞতার মেলবন্ধন তৈরির লক্ষ্যে কাজ করা। প্রবীণদের বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রথা বা মানসিকতা পরিবর্তন করা। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এমনকি যানবাহনে প্রবীণদের বিশেষ গুরুত্ব দিতে সচেতনতার বার্তা ছড়ানো। সমাজের অবহেলিত বৃদ্ধ জনগোষ্ঠীর পাশে থাকতে সংগঠনটির সেবা কার্যক্রম দেশের প্রতিটি উপজেলা ও গ্রামে-গ্রামে ছড়িয়ে দেওয়া।
প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয় বরং বড় মূল্যবান অংশ। তাদের ভালো রাখতে তরুণদের এ প্রচেষ্টা। আগামীর বাংলাদেশ হবে প্রবীণবান্ধব। ‘২০৫০ সালের মধ্যে বাংলাদেশকে প্রবীণদের বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তোলা। এই সংগঠনের মাধ্যমে এ যাবৎ ৬২০ জনকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা সেমিনার করি। সংগঠনের কার্যক্রম দেখে ইতিমধ্যে ইয়াং বাংলা, ইউথোপিয়া বাংলা, সি আর আই, ও ইউ এন ডি পি তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাথে কাজ করছেন। স্বেচ্ছাসেবীতে ভূমিকা রাখায় ২০১৭ সালে ইউ এন ডি পি থেকে সেরা ভলান্টিয়ার পুরস্কার অর্জন ও ২০১৭ সালে “জয় বাংলা ইয়ুথ” এ্যাওয়ার্ড পেয়েছে সংগঠনটি।

সার্বিক যোগাযোগের জন্য- মো. রুবেল মিয়া, ০১৭২৮-৬৮৬১১১

Comments

comments

আরও পড়ুন

নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ