সড়ক দুর্ঘটনা : খেজুরের রস নামানো হল না বৃদ্ধ কৃষকের
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামে গতকাল শুক্রবার কুয়াশায় ঢাকা ভোরে খেজুরের রস নামাতে গেলে টমটমে পৃষ্ঠ হয়ে বৃদ্ধ মোতাহার হোসেন (৮০) গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তুষখালী ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ফজরের নামাজ পরে ৭ সন্তানের জনক ওই বৃদ্ধ বাড়ীর নিকটবর্তী গাছে খেজুরের রস নামাতে যায়। এসময় বলেশ্বর নদের ভেরীবাধের রাস্তা হতে তুষখালীর দিকে আসা টমটম সজোরে ধাক্কা দিলে বৃদ্ধ আহত হয়।
Comments
আরও পড়ুন





