সড়কের পাশে লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে পেট্রোল ও এলপি গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুমতি ছাড়া জ্বালানী তৈল, পেট্রোল ও এলপি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস পৌর শহরের থানাপাড়ায় নাছির ঘরামীর ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, লাইসেন্স ছাড়া রাস্তার পাশে যত্রতত্র পেট্রল ও এলপি গ্যাস বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
Comments
আরও পড়ুন





