স্কুলছাত্রীকে উত্যাক্ত করায় বখাটের ৩মাসের জেল

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যাক্ত করায় হাসান হাওলাদার (২০) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় ওই বখাটেকে এ দন্ড দেন। বখাটে হাসান উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত. ইকবাল হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে বখাটে হাসান দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুরে পুনরায় ওই ছাত্রী বাড়ী ফেরার পথে ওই বখাটে আবার উত্যাক্ত করলে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে থানায় খবর দিয়ে পুলিশে দেয়। পরে হাসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত হাসানকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





