সিএইচসিপি পলাশের খুনিদের শাস্তির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

দিলীপ মজুমদার: যশোরের চৌগাছা উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ইয়াছিন আরাফাত পলাশের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মঠবাড়িয়া উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন।
এসময় সংগঠনটির মঠবাড়িয়া শাখার সভাপতি বনি আমিন ফয়সালের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরঙ্গ লাল শীল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ইলিয়াছ মিয়া, স্বাস্থ্য সহকারী মোঃ কামরুল ইসলাম ও সিএইচসিপি স্নিগ্ধা মুসনাদ দোলা। বক্তরা সারাদেশের সিসি’তে (কর্মস্থল) নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য : গত ২ নভেম্বর যশোরের চৌগাছা উপজেলার সিএইচসিপি ইয়াছিন আরাফাত পলাশকে নিজ কর্মস্থলে কর্মরত থাকা অবস্থায় নির্মমভাবে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।
Comments
আরও পড়ুন





