সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শেষ দিন সোমবার (১৩ মার্চ) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিক্ষক নেতা মোস্তফা শাহ আলম দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে সালমা রহমান হ্যাপী বলেন, বাংলার জনগণ শেখ হাসিনার শাসনামলকে একদিন স্বর্ণাক্ষরে লিখিত রাখবে। সেদিন বেশী দুরে নয়। তিনি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের আহবান জানান। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এই প্রথম সালমা রহমান হ্যাপী মঠবাড়িয়ায় আগমন উপলক্ষে তাঁকে একজনজর দেখার জন্য বিদ্যালয়ের মাঠে উৎসুক জনতার ভীর জমে।
Comments
আরও পড়ুন





