শ্বশুর বাড়ী যাওয়া হল না আ.লীগ নেতা মাসুদের ॥ সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালো

স্টাফ রিপোর্ট : পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের স্থানীয় মাদার্শী নামক স্থানে শুক্রবার দুপুরে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মিরুখালী ইউপির ২নং ওয়ার্ড বাশবুনিয়ার আ.লীগ সাধারণ সম্পাদক মাসুদ মিয়া (৪০) নিহত হয়েছে। নিহত মাসুদ মিয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আ. মন্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রবাসী মাসুদ মিয়া শুক্রবার দুপুরে ঝাউতলা বাজার থেকে মাহেন্দ্র যোগে ভান্ডারিয়ায় শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে মাদার্শী নামক স্থানে সড়কে কলাগাছ ফেলে রাখার কারনে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তরুন আ.লীগ নেতা মাসুদ নিহত হন। এসময় মাহেন্দ্রে থাকা অপর কয়েকজন যাত্রীও আহত হয়।
এদিকে মাসুদ মিয়ার আকষ্মিক মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরমেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর গভীর শোক প্রকাশ করেছেন।
Comments
আরও পড়ুন





