শোক সংবাদ : মোঃ হেমায়েত হোসেন খান
মঠবাড়িয়া উপজেলা মেম্বর এসোসিয়েন এর সভাপতি ও বেতমোর রাজপারা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান এর বাবা এবং পশ্চিম মিঠাখালী গ্রামের সমাজ সেবক হেমায়েত হোসেন খান (৮৯) বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। তিনি ২ স্ত্রী, ৮ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। শুক্রবার আসর নামাজবাদ জানাযা শেষে পশ্চিম মিঠাখালী গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
Comments
আরও পড়ুন





