শুভ শর্মার হাত বিচ্ছিন্নের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলনে তিন দফা কর্মসূচি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ১৮ই আগষ্ট ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মার ডান হাতের কবজি কাটা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে মঠবাড়য়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা লিখিত বক্তব্যে তিন দফা কর্মসূচি উল্লেখ করেন।
২২ আগষ্ট শনিবার বিকেলে একযোগে মঠবাড়িয়ার ১১ টি ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৪ আগষ্ট সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মঠবাড়িয়া পৌরসভা সম্মুখে মানববন্ধন।
২৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনার চত্বরে সংহতি সমাবেশ।
পাশাপাশি শেষে উল্লেখ করেন আসামীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন করার ঘোষণা দেন।
Comments
আরও পড়ুন





