শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসির মৃত্যু

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের শরণখোলায় পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর রাত ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাসেল উপজেলার পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জোমাদ্দারের পুত্র।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাছেন তালুকদার জানান, রাসেল এক মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে। সোমবার সে নিজের পুকুরে একটি সাবমারসিবল পাম্প লাগাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন দেয়া হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Comments
আরও পড়ুন





