রাত পোহালেই শংকার ভোট ॥ চারটিতেই দ্বিমুখী লড়াই

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় কাল বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ৪ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে ২নং ধানীসাফা, ৪ নং দাউদখালী, ৬ নং টিকিকিাটা ও ১১ নং বড়মাছুয়া। এরমধ্যে ধানীসাফা ও বড়মাছুয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। তফসিল ঘোষণার পর থেকেই মারমুখী অবস্থানে রয়েছে। ইতোমধ্যে একাধিক সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। ঘটেছে কব্জি বিচ্ছিন্নের ঘটনাও। কয়েকটি ঘটনায় নিয়মিত মামলাও হয়েছে। ২০১৬ সালে এ উপজেলায় প্রশাসনের গুলিতে ৫ জন নিহত ও ৫৭ জন আহতও হয়েছিলেন। এ ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক শংকা রয়েছে। তবে শংকার বিষয়টি প্রশাসন মানতে নারাজ।
৪টি ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৯ জনই। চারটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ জন। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ২৯ জন। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ৪ জন ছাড়াও দলীয় প্রতীকে জাতীয় পার্টি (এরশাদ) ০১ জন ও জাতীয় পার্টি (জেপি) থেকে ০১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ২নং ধানীসাফা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার (নৌকা), স্বতন্ত্র মো. রফিকুল ইসলাম আকন (চশমা)। ৪নং দাউদখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত (নৌকা)। টিকিকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (নৌকা) ও ১১নং বড়মাছুয়া ইউনিয়নে আয়েশা আক্তার মনি (নৌকা), বিদ্রোহী নাসির হোসেন হাওলাদার (চশমা)। এছাড়া দলীয় প্রতীকে ধানীসাফা ইউনিয়নে মোঃ ইউসুব আলী মুন্সী (হাতপাখা), দাউদখালী ইউনিয়নে সেকান্দার আলী খান (লাঙ্গল), আব্দুস শুক্কুর তালুকদার (বাইসাইকেল), মোঃ নূরুল ইসলাম মোল্লা (হাতপাখা), টিকিকাটা ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা (হাতপাখা) এবং বড়মাছুয়া ইউনিয়নে জসিম হাওলাদার (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ধানীসাফায় আবু জাফর হাওলাদার, আজিজুর রহমান, এএইচএম জামাল উদ্দিন, শহীদুল হক, ইউসুফ আলী সরদার, কাঞ্চন আলী শিকদার, মো. মামুন, সাইদুল মল্লিক ও মো. শামীম আহসান। দাউদখালীতে জাহিদুল আলম শামীম, মোঃ আইউব আলী খান, মোঃ জাহাঙ্গীর খান, একেএম মাহমুদুল হাসান তৌফিক ও মুছা তালুকদার। টিকিকাটায় সুফী জহির উদ্দীন, মোসাঃ সালমা, মো. শহিদুল ইসলাম, এনামুর রহমান ও মোঃ আব্দুল হালিম, কামরুজ্জামান স্বপন খান, দুলাল হাওলাদার, মাইনুল ইসলাম, মোঃ বশির আহমেদ, ছিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মোঃ জামাল শিকদার, মোঃ হাবিবুর রহমান ও মো. নুরুল আমিন।
সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ভোটারদের উপস্থিতিতে নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে ধানীসাফা ইউপিতে আ’লীগ মনোনীত হারুন অর রশিদ তালুকদার সাথে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, দাউদখালীতে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক খান রাহাতের সাথে জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী, টিকিকাটায় আ’লীগ মনোনীত রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের সাথে হাতপাখা মার্কার সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা ও বড়মাছুয়াতে আ’লীগ মনোনীত আয়েশা আক্তার মনির সাথে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





