যৌতুক না দেয়ায় হোমিও চিকিৎসক স্ত্রীকে নির্মম নির্যাতন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর দাবীকৃত যৌতুকের ১০ লাখ টাকা দিতে না পারায় হোমিও চিকিৎসক স্ত্রী আসমা আক্তার (৩৩) কে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে হারুন হাওলাদার (৪৫) নামের এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। স্বামীর নির্যাতনে আহত এক সন্তানের জননী আসমা আক্তার গত দু’দিন ধরে মঠবাড়িয়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আসমা বাদী হয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে মঠবাড়িয়া থানায় স্বামী, দেবর, ননদ ও শ^শুরকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের ৪ নং ওয়ার্ড পূর্ব লেন সবুজ নগর এলাকার হোমিও চিকিৎসক আ. রহমান তালুকদারের মেয়ে ডা: আসমা আক্তারের সাথে প্রায় ১৭ বছর পূর্বে পাশর্^বর্তী ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের মকবুল হাওলাদারের ছেলে হারুন হাওলাদারের বিয়ে হয়। ওই দম্পত্তির ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন যেতে না যেতেই দেবর, ননদ ও শ^শুরের প্ররোচনায় স্বামী হারুন স্ত্রীর কাছে ব্যবসার কথা বলে বাবা-মায়ের কাছ থেকে ১০ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে বলে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এরই জের ধরে বুধবার দুপুরে হারুন তুষখালী বাসস্ট্যান্ড সংলগ্ন স্ত্রীর ঐশি হোমিও হলে গিয়ে পুনরায় দাবীকৃত ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে হারুন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় আসমার ডাকচিৎকারে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আসমা আক্তার জানান, যৌতুকের দাবীতে তার স্বামী প্রায়ই তাকে নির্যাতন করত। কিন্তু একমাত্র মেয়ের কথা চিন্তা করে তিনি স্বামীর সব নির্যাতন নিরবে সয়ে গেছেন। শুধু নির্যাতন নয়, টাকা এনে না দিলে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়ারও হুমকি দেয় স্বামী হারুন।
আসমার পিতা শহরের প্রবীণ হোমিও চিকিৎক ডা: আ: রহমান বলেন, যৌতুকের দাবীতে এর আগেও আমার মেয়েকে একাধিকবার নির্যাতন চালানো হয়। আমার মেয়ের সঙ্গে বিয়ের আগে হারুন আরও একটি বিয়ে করেছিল। সেখানেও যৌতুকের দাবিতে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়। বিষয়টি আমাদের জানা ছিল না বলে আরও জানান।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হক মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।
Comments
আরও পড়ুন





