যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা হয় ও র্যালী বের করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল। এসময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম-আহবায়ক রিপন মুনসী, যুগ্ম-আহবায়ক সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাহীন রেজা, আহসানুল হক সোহেল, ১১ নং বড়মাছুয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল।
Comments
আরও পড়ুন





