মোবাইল টিপতে টিপতে ড্রেনে পড়লেন এক নারী.

নিউজ ডেস্ক : রাস্তায় মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে কমবেশি সবাই বিপদে পড়েন। এমন একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। নিউ জার্সির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৬৭ বছরের এক নারী। সেই রাস্তাতেই বেসমেন্ট ডোর খুলে এলাকার গ্যাস লাইনের কাজ চলছিল।
সেই নারী নিজের ফোনের মধ্যে এতই মগ্ন ছিলেন যে, হাঁটতে হাঁটতেই সেই বেসমেন্ট ডোর দিয়ে ধপাস করে ৬ ফুট নিচে পড়লেন তিনি। এতে তিনি আঘাতও পেয়েছেন মারাত্মক।
সেই সময়ে রাস্তায় উপস্থিত দুই পথচারীই এই অবস্থা দেখে রীতিমত হতভম্ভ। তবে, সৌভাগ্যবশত সেই সময় গ্যাস লাইনের কাজ চলার ফলে বেসমেন্টে লোকজন উপস্থিত ছিলেন। পরে আপদকালীন কর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত এসে সেই নারীকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে সেই নারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সূত্রঃ সিলেট মিডিয়া
Comments
আরও পড়ুন





