মিরুখালী কলেজের অধ্যক্ষকে হুমকি ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশন মামলা তুলে নিতে মিরুখালী কলেজের অধ্যক্ষ মো: মাহাবুবুল হককে মোবাইলে পরিচয় না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারপিটসহ নানা প্রকার ভয়ভীতির হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই অধ্যক্ষ নিজের ও তার কলেজের বড় ধরনের ক্ষতির আশংকায় গত শনিবার (১৬ নভেম্বর) রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
জিডি ও কলেজ সূত্রে জানা যায়, সরকারী নীতিমালা উপেক্ষা করে ওই কলেজের মাত্র ৮শ মিটার দুরত্বে পার্শ্ববর্তী মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজ শাখায় উন্নীত করে। যা সম্পূর্ণ বিধি বহির্ভুত। এ বিষয়ে মিরুখালী কলেজের তৎকালীন অধ্যক্ষ মো: নাসির উদ্দিন মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার সকল কার্যক্রম বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন মামলা (যার নং- ১২৯/২০১৯) দায়ের করেন। এই রিট পিটিশন মামলা তুলে নিতে গত ১৫ নভেম্বর’১৯ সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার মোবাইল ফোন থেকে (০১৭২৮২৮২৮৪২) আমার ব্যবহৃত ফোনে (০১৭৭৪৮৮১৭১৭) ফোন দিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারপিট ও কলেজে আসতে নিষেধ মর্মে নানা প্রকার ভয়ভীতির হুমকি দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





