মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা তুষার আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Comments
আরও পড়ুন





