মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মহা-পরিচালকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার ৮৬টি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাদুরার বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব কামিল মাদ্রাসা’র মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমীন।
সভায় প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, অনলাইনে এমপিও আবেদন, পদবী ও বিষয় হালনাগাদ করণের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এতে মঠবাড়িয়া উপজেলার ৪৮টি মাদ্রাসার প্রধান ও ভান্ডারিয়া উপজেলার ৩৮টি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. অলী আহাদ, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবুল কালাম শরীফ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
Comments
আরও পড়ুন





