মঠবাড়িয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় চুরি॥ সোয়া ২ লাখ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বুধবার (২৫ জুলাই) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। মাদ্রাসার নৈশ প্রহরীর অনুপস্থিতিতে সংঘবদ্ধ চোরদল কপসিবল গেট কেটে মাদ্রাসায় ঢুকে অফিসের দরজা ও স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণসহ ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসার সুপার বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদ্রাসার সুপার মাওলানা ওয়াহিদুজ্জামান মুহা. শাহজাহান জানান, বুধবার রাতে এশার নামাজ শেষে মাদ্রাসার অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যান। সকালে এসে কপসিবল গেট ও অফিস কক্ষের দরজা ও স্টিলের আলমিরা ভাঙ্গাচুড়া ও মালামাল তছনছ দেখেন। তিনি জানান, ওই মাদ্রাসার আলমিরার মধ্যে মাদ্রাসার নগদ অর্থ ৫০ হাজার টাকা ও তার পারিবারিক সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের গহনা ছিল।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, মাদ্রাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার আলমিরায় নিজস্ব স্বর্ণ রাখার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





