মঠবাড়িয়ায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার দূধর্ষ তিন আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানা পুলিশ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে হত্যা, ডাকাতি, অস্ত্র ও জননিরাপত্তা আইনে দায়ের করা মামলার পলাতক দুর্ধর্ষ তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আঙুলকাটা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে আলম মোলাø ওরফে আলমগীর(৩২), উত্তর মিরুখালী গ্রামের চাঁন মিয়া হাওলাদার ছেলে মনির হাওলাদার (২৮) এবং উত্তর গিলাবাদ গ্রামের আব্দুল ছত্তার আকনের ছেলে আলমগীর হোসেন (৪৫)।
থানা সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আলম মোলাøর বিরুদ্ধে ১টি হত্যা, ৩টি ডাকাতি ও ১টি অ¯্র মামলা, মনির হাওলাদারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি চুরি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ১টি জন নিরাপত্তা, ১টি অ¯্র, ১টি ডাকাতি ও ১টি দস্যুতার মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত দুর্ধর্ষ তিন আসামি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদেও ভিত্তিতে তাদেও গ্রেফতার করে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
Comments
আরও পড়ুন





