মঠবাড়িয়ায় সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কর্তৃক ডাক্তার লাঞ্ছিতের প্রতিবাদে ডায়াগনষ্টিক মালিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এবিএম ফারুক হাসান কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র কুমার সিনহাকে অফিস চলাকালিন প্রকাশ্যে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর শহরের ডায়াগনস্টিক মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
শেষে সমিতির সভাপতি ফজলুল হক মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ আজিম-উল-হক, আ’লীগ নেতা মিজানুর রহমান মিজু, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি আমির হোসেন, ফারিয়ার সভাপতি ফেরদৌস মৃধা, ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জলিলুর রহমান দুলাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান নিজাম প্রমুখ।
বক্তারা ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। প্রশাসন আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়।
উল্লেখ্য গত বুধবার অফিস চলাকালীন সময়ে হাসপাতালে অসুস্থ্য ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে বেডে দেখতে না যাওয়ার অভিযোগ এনে নিচে নেমে এসে আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন।
Comments
আরও পড়ুন





