মঠবাড়িয়ায় শ্রমিক লীগ পূর্বের কমিটি বাতিল করে নূতন কমিটি ॥ ফরিদ আহবায়ক ও কালাম যুগ্ম আহবায়ক

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের পূর্বের কমিটি বাতিল করে মঠবাড়িয়া উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহবায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: ফরিদ আহমেদ ও যুগ্ম আহবায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ।
সোমবার ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির আহবায়ক। পিরোজপুর জেলা কমিটির আহবায়ক মো. মজনু তালুকদারের স্বাক্ষরিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক (২) রাইসুল ইসলাম রাসেল, সদস্য কামরুল আকন, আ. গফ্ফার মিয়া, আবু জাফর হাওলাদার, কালাম হোসেন হাওলাদার, নাসির জমাদ্দার, মহারাজ হাওলাদার, আবু মুছা মিয়া, এমাদুল হক, হাবিবুর রহমান, করিম হোসেন, আ. সালাম মোক্তার, জহির রায়হান, কমল চন্দ্র শীল, কবির হাওলাদার, মজিবর রহমান মোল্লা, শ্রী গৌতম কর্মকার ও কবির হোসেন আকন।
Comments
আরও পড়ুন





