মঠবাড়িয়ায় লুট করা মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালীতে আলোচিত ডাকাতি মামলার আসামি তানজিম (২৫) ও রাসেল (২৪) নামের দুই ডাকাতকে ডাকাতি করা মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোর্ট রোড স্টিমার ঘাট থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত তানজিম বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও রাসেল বরগুনা জেলার সদর থানার পাতাকাটা গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিজিবির অবঃ সোবেদারের বাড়িসহ একরাতে দুই বাড়িতে ডাকাতির সংঘঠিত হয়েছিল। সে সময় ডাকাত দল দুই ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ দুই মাস অনুসন্ধান চালিয়ে ওই ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে লুন্ঠিত মোবাইল ও মালামালসহ আটক করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদেরকে বৃহস্পতিবার আদলতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





