মঠবাড়িয়ায় র্যাবের অভিযানে দুই সহোদর মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বরিশাল র্যাব-৮ এর একটি দল শনিবার রাতে উপজেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে দু’জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত: শহিদ সরদারের ছেলে বেল্লাল হোসেন সরদার (৩২) ও রিয়াজ সরদার (২২)। এসময় দুই সহোদরের কাছ থেকে ৯৩পিস ইয়াবা ও ৮’শ গ্রাম উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মাদক ব্যবসায়ী বেল্লাল একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামী। তাদের বিরুদ্বে র্যাব-৮ এর ডিএডি মো. মামুনুর রশিদ বাদি হয়ে মঠবাড়িয়া থানায় শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেফতারকৃত দেখিয়ে আজ রোববার আদালতে সোপর্দ করা হয়।
Comments
আরও পড়ুন





